প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
রোজায় বিক্রি করতে নিয়ে আসা ১ হাজার চার শ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৩৪০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ শেষে ধ্বংস করেছে। এসময় দু’ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাটোরের একটি কোল্ড স্টোরেজ থেকে বিক্রির উদ্দ্যেশ্যে মেয়াদোত্তীর্ণ খেজুর আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পুলিশ শহরের পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরের গোডাউনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ওজনের ১ শ ৩৪টি মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট জব্দ করা হয়।
অভিযানে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদিটোলা গ্রামের বিল্লাত আলীর ছেলে আফাজ উদ্দীন ও কর্মচারী মসজিদপাড়ার আজাদ আলীর ছেলে বাপ্পীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত ভোক্তা সংরক্ষণ আইনে প্রত্যেককে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। অভিযানে জব্দ করা খেজুরগুলো মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৯
very good
ReplyDelete