কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
Illegal extraction of sand from Padma through syndicate in Shibganj || The land in the face of threats
শিবগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে পদ্মা থেকে বালু উত্তোলন || হুমকীর মুখে জমি বসত বাড়ি
শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদী তারবর্তী কয়েকটি গ্রামের ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ওই গ্রামগুলো হুমকীর মুখে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে প্রায় ১৫/২০টি ট্রাক্টরে বালু বোঝাই করা হচ্ছে। প্রাতি ট্রাক্টরে ৩ জন করে শ্রমিক কাজ করছে। রাস্তায সারিবদ্ধভাবে বালু বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তার বেহাল দশা হয়েছে। মনোহরপুর গ্রামে শেষ প্রান্তে একদল যুবক বসে বসে বিশেষ টোকেনের মাধ্যমে ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে আদায় করছে। তবে টোকেনে ৩শ টাকা করে উল্লেখ করছে। বালু উত্তোলনের সময় ট্রাক্টরের চালক দূর্লভপুর ইউনিয়নে বাসির ও বকুল জানান, আমরা ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রী করি। তাবে ট্রাক্টর প্রতি মাত্র ১ হাজার টাকা করে লাভ হয়।
তারমধ্যে তেল ও শ্রমিক খরচ রয়েছে। ট্রাক্টরের শ্রমিক ১২রশিয়া গ্রামের সফিক, বাবলু ও হাকিমসহ প্রায় ২০/২৫জন শ্রমিক জানান, আমরা ট্রাক্টর প্রতি ৩শ টাকা করে পাই। সারা দিনে ৩ ট্রাক্টর বালু বোঝাই করতে পারি। প্রতিদিন আমাদের আয় হয় গড়ে ৩শ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জমির মালিক জানান, এলাকার প্রভাবশালী ও সাবেক মেম্বার তোজাম্মেল হকের নেতৃত্বে সরকার দলীয় আওয়ামীলীগ ও যুবলীগের একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে তোজাম্মেল হক মেম্বারের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, আমার নেতৃত্বে বালু উত্তোলন হলেও আমি শতাধিক লোক নিয়ে কলুর বলদের মতো কাজ করছি। আমরা প্রতিদিন গড়ে ৩৫/ ৪০ টাকা করে ভাগ পাচ্ছি। মুল টাকা যাচ্ছে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার নিকট আত্মীয়ের পকেটে। তিনি প্রশাসন ম্যানেজের অজুহাতে কোন সময় ট্রাক্টর প্রতি ৫শ টাকা আবার কোন সময় ট্রাক্টর প্রতি ৩শ টাকা করে নিচ্ছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, সহকারী কমিশনার যখনই অভিযান ডাকেন তখনি পুলিশ তার সঙ্গে যায় এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশানা(ভূমি) বরমান হোসেন বলেন, এ ব্যাপারে আমি অত্যান্ত তৎপর রয়েছি এবং কয়েকটি অভিযান চালিয়েছি।
প্রয়োজনে আরো অভিযান চালাবো এবং যেভাবে জনস্বার্থ বিরোধী বালু উত্তোলন বন্ধ করবে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, ইতোমধ্যে মুক্তিযোদ্ধাসহ কয়েকজন আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। খুব শীঘ্রই সঠিক তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল বলেন, যেহেতু বালু উত্তোলন জনস্বার্থ বিরোধী সেহেতু বালু উত্তোলনের হোতারা যেই হোক না, তাদের কোন ছাড় দেয়া হবে না। জরুরী ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বালু উত্তোন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো
Bondo hok, bondo korte hobe
ReplyDelete