প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
হরিমোহনে গিয়ে স্কুল মাঠে অনুষ্ঠান আয়োজন না করার দাবি জানালেন বিএনপি নেতা হারুন
চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে মেলা কিংবা অন্যান্য আয়োজন না করার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। হরিমোহন মাঠে উন্নয়ন মেলা শেষ হবার মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই দাবি জানান। সূত্র জানায়, বিএনপি নেতা হারুনুর রশিদ স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ এর সাথে সাক্ষাৎকালে স্কুলের মাঠে অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হয় উল্লেখ করে আগামীতে যেন এ মাঠে সরকারি কোন অনুষ্ঠান না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানা।
এসময় তিনি স্কুলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি স্কুলে শিক্ষার পরিবেশ, স্কুলের খেলার মাঠ ব্যবহারে উপযোগী করে গোড়ে তোলা, অভিভাবকদের সাথে নিয়মিত শিক্ষা বিষয়ে অবহিতকরণসহ নানারকম দাবী-দাওয়া তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, ‘হরিমোহন স্কুলে ঘনঘন মেলা আয়োজনসহ অনুষ্ঠানের কারণে লেখাপড়া চরমভাবে বিঘœ ঘটছে। অনেক অভিভাবক বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করেছেন’।
সাবেক এমপি হরিমোহন বিদ্যালয় মাঠে অনুষ্ঠান বন্ধ না হলে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করারও কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মতি, সদর জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ রাজাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৮
Comments
Post a Comment