বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
হরিমোহনে গিয়ে স্কুল মাঠে অনুষ্ঠান আয়োজন না করার দাবি জানালেন বিএনপি নেতা হারুন
চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে মেলা কিংবা অন্যান্য আয়োজন না করার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। হরিমোহন মাঠে উন্নয়ন মেলা শেষ হবার মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই দাবি জানান। সূত্র জানায়, বিএনপি নেতা হারুনুর রশিদ স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ এর সাথে সাক্ষাৎকালে স্কুলের মাঠে অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হয় উল্লেখ করে আগামীতে যেন এ মাঠে সরকারি কোন অনুষ্ঠান না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানা।
এসময় তিনি স্কুলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি স্কুলে শিক্ষার পরিবেশ, স্কুলের খেলার মাঠ ব্যবহারে উপযোগী করে গোড়ে তোলা, অভিভাবকদের সাথে নিয়মিত শিক্ষা বিষয়ে অবহিতকরণসহ নানারকম দাবী-দাওয়া তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, ‘হরিমোহন স্কুলে ঘনঘন মেলা আয়োজনসহ অনুষ্ঠানের কারণে লেখাপড়া চরমভাবে বিঘœ ঘটছে। অনেক অভিভাবক বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করেছেন’।
সাবেক এমপি হরিমোহন বিদ্যালয় মাঠে অনুষ্ঠান বন্ধ না হলে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করারও কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মতি, সদর জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ রাজাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৮

Comments
Post a Comment