কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
শিবগঞ্জে পাটক্ষেতে বোমা বিষ্ফোরণে কলেজ ছাত্রসহ ২ জন আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরে বোমা বিষ্ফোরণের ঘটনায় শনিবার এক কলেজ ছাত্রসহ ২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে, শিবগঞ্জের উজিরপুরের সেরাজুল ইসলামের ছেলে ও উজিরপুর আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও একই গ্রামের তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফদু (৪৪)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিকদার মশিউর রহমান জানান, সকালে পাকা ইউনিয়নের বাবুপুরে একটি পাট ক্ষেতে কাজ করার সময় সেখানে পড়ে থাকার একটি ব্যাগ দাউলি দিয়ে সরাতে গেলে ব্যাগে থাকা বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে।
এতে দু’জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আসলে আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মশিউর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৪-১৯
regard
ReplyDeletesad
ReplyDelete