প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
শিবগঞ্জে পাটক্ষেতে বোমা বিষ্ফোরণে কলেজ ছাত্রসহ ২ জন আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরে বোমা বিষ্ফোরণের ঘটনায় শনিবার এক কলেজ ছাত্রসহ ২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে, শিবগঞ্জের উজিরপুরের সেরাজুল ইসলামের ছেলে ও উজিরপুর আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও একই গ্রামের তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফদু (৪৪)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিকদার মশিউর রহমান জানান, সকালে পাকা ইউনিয়নের বাবুপুরে একটি পাট ক্ষেতে কাজ করার সময় সেখানে পড়ে থাকার একটি ব্যাগ দাউলি দিয়ে সরাতে গেলে ব্যাগে থাকা বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে।
এতে দু’জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আসলে আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মশিউর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৪-১৯
regard
ReplyDeletesad
ReplyDelete