প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
সাংসদ জেসিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংবর্ধনা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রবিবার সাংসদ জেসিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
সকালে পৌরসভা মিলনায়তনের পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, ফেরদৌসি ইসলাম জেসির স্বামী ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ, কাউন্সিলর মাসকুরা খাতুন, জিয়াউর রহমান আরমান, টাউন প্লানার ইমরান হোসেন, পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২, নূরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর আব্দুল বারেক, মইদুল ইসলাম।সভায় সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার দেশের সামগ্রীক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছেন।
উন্নয়নের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি দেশের উন্নয়ন অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। শেষে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জোসির হাতে পৌর পরিষদের পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দেন।চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৯
Comments
Post a Comment