দুইটি উপ নির্বাচনে নৌকা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ও পৌরসভা) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল , উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বাংলাদেশ আওয়ামী এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এই নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করার জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আবারও শুরু করবেন। এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্ব ক্যাম্পাস নির্মানের উদ্যোগসহ আরো উন্নয়নসাধন করা হবে।
এদিকে দুুপুর দেড়টায় অপর প্রার্থী জাসদ সমর্থিত সংগঠনটির জেলা সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এদিকে চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমানের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান তাঁর মনোনয়নপত্র জমা নেন।
এসময় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস,কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্গো,মস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন সহ আরও অনেকে।
এ আসনে আরোও ছয়জন মনোনয়নপত্র তুলেছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে । তাঁরা হলেন,মোহাম্মদ আলী সরকার,খুরশিদ আলম,নবিউল ইসলাম,আমানুল্লাহ আল মাসুদ,আব্দুর রাজ্জাক,গোলাম মোস্তফা। বিএনপির প্রার্থী পদত্যাগ করায় আগামী ১ ফেব্রয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধ জিতবে আবার নৌকা
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteNice news
ReplyDelete