আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট - আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১২ মে) এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন। টমি পিগট বলেন, ‘আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্...
শিবগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক
শিবগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলস ১ নারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের একটি দল। শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলি ব্রিজের কাছে ওই নারীকের ফেন্সিডিলসহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, বরাবরের মত আমাদের একটি টিম শিবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক দমনে কাজ করছিল।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বেইলী ব্রিজের কাছে টিম একটি অটো রিকশাকে থামানোর সংকেত দেয়। সংকেত পাওয়া মাত্র ১ ব্যক্তি দ্রুত অটো রিকশা থেকে নেমে পাশের ধানখেতে পালিয়ে যায়। পালানো ব্যক্তির স্ত্রীও পালাবার মুহূর্তে ভানিটি ব্যাগসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সদস্যরা। পরে ভ্যানিটি ব্যাগ তল্লাসি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাকি ৭৫টি ফেন্সিডিল অটোরিকশার পেছনে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়।
আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার অষ্টগ্রাম তালপাড় ট্যাংগর পাড়া গ্রামের রহমত আলীর মেয়ে মোসা. রুনা আক্তার (২৫) এবং পলাতক ব্যক্তি হল রুনা আক্তারের স্বামী শিবগঞ্জ উপজেলার কালুপুর মধ্যপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে ইসরাইল (৩৫)। এঘটনায় স্বামী স্ত্রী দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
thip
ReplyDelete