ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
রোজায় বিক্রি করতে নিয়ে আসা ১ হাজার চার শ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৩৪০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ শেষে ধ্বংস করেছে। এসময় দু’ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাটোরের একটি কোল্ড স্টোরেজ থেকে বিক্রির উদ্দ্যেশ্যে মেয়াদোত্তীর্ণ খেজুর আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পুলিশ শহরের পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরের গোডাউনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ওজনের ১ শ ৩৪টি মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট জব্দ করা হয়।
অভিযানে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদিটোলা গ্রামের বিল্লাত আলীর ছেলে আফাজ উদ্দীন ও কর্মচারী মসজিদপাড়ার আজাদ আলীর ছেলে বাপ্পীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত ভোক্তা সংরক্ষণ আইনে প্রত্যেককে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। অভিযানে জব্দ করা খেজুরগুলো মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৯
very good
ReplyDelete