রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা
সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার মূল আলোচ্যসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। আত্মপ্রকাশের চার দিনের মাথায় প্রথমবার আনুষ্ঠানিক ভাবে বৈঠকে বসছেন দলের শীর্ষ নেতারা। বৈঠক এখন পর্যন্ত চলছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক বসে। সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার মূল আলোচ্যসূচি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে উপস্থিতি রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্তফ্রন্টের আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, তানিয়া রব, আব্দুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর। এছাড়াও বৈঠকে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে গড়ে ওঠা এ জোট এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ঘোষণা করেনি।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় প্রথম দিকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ থাকলেও মতদ্বৈধতা দেখা দেয়ায় শেষ মুহূর্তে দলটি পিঠটান দেয়। বিষয়টি নিয়ে বিকল্পধারার অভ্যন্তরেও তোলপাড় চলছে।

Comments
Post a Comment