নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরছেন জেলেরা
ইলিশ ধরার সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৮ অক্টোবর, রবিবার ঘড়িতে রাত ১২টা বাজতেই। ইলিশ ধরে এবং বিক্রি করে যাদের সংসার চলে, ২২ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা।
আজ থেকে ইলিশ ধরতে পারছেন সেসব জেলেরা। আবারও রূপালী ইলিশে ভরে উঠবে হাট-বাজার। ইলিশ ধরা বন্ধ ছিল যেসব প্রজননক্ষেত্রগুলোতে মীরসরাই উপজেলার শাহের খালী থেকে হাইতকান্দী পয়েন্ট, তজুমুদ্দীন উপজেলার উত্তর তজুমুদ্দীন থেকে পশ্চিম সৈয়দপুর আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডামার পয়েন্ট।
এ ছাড়া ওই সময়ে প্রজননের লক্ষ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ জেলার নদ-নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল।
দেশের সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকা এবং মোহনাসমূহেও এ ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা পরিপালন নিশ্চিত করতে ওই সময়ে দেশের মাছঘাট, আড়ত, হাটবাজার, চেইনশপসহ সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে অনেক জেলেকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।
Comments
Post a Comment