বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
একদিনে ফেসবুকের ক্ষতি সাড়ে ১২ কোটি!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে। কেননা, সংস্থটি এক দিনে ক্ষতির মুখে পড়েছে প্রায় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১২৪ মিলিয়ন)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে ফেসবুকের শেয়ার দর এক ধাক্কায় ২০ শতাংশের নিচে নেমে যায়। এ কারণে সংস্থাটির ক্ষতি হয় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত একদিনে কোনো সংস্থার এটিই সর্বোচ্চ ক্ষতি।
এর আগে গত বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে লাভের অংশ প্রত্যাশিত হয়নি। বছরের দ্বিতীয় ভাগেও সংস্থার গ্রোথ রেট নিচের দিকেই থাকবে। পরপর দুটি নেতিবাচক খবর, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ফেসবুককে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্কের প্রভাবও পড়েছে শেয়ার বাজারে।
তবে ফেসবুকের আগেও বেশ কয়েকটি সংস্থা ভারী লোকশানের মুখে পড়েছে। ২০১৩ সালের ২৪ জানুয়ারি একদিনে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল অ্যাপেল সংস্থার। ২০০০ সালে সেপ্টেম্বরে একদিনে ৯১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল ইন্টেল কর্প-এর।

Comments
Post a Comment