মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
একদিনে ফেসবুকের ক্ষতি সাড়ে ১২ কোটি!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে। কেননা, সংস্থটি এক দিনে ক্ষতির মুখে পড়েছে প্রায় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১২৪ মিলিয়ন)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে ফেসবুকের শেয়ার দর এক ধাক্কায় ২০ শতাংশের নিচে নেমে যায়। এ কারণে সংস্থাটির ক্ষতি হয় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত একদিনে কোনো সংস্থার এটিই সর্বোচ্চ ক্ষতি।
এর আগে গত বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে লাভের অংশ প্রত্যাশিত হয়নি। বছরের দ্বিতীয় ভাগেও সংস্থার গ্রোথ রেট নিচের দিকেই থাকবে। পরপর দুটি নেতিবাচক খবর, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ফেসবুককে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্কের প্রভাবও পড়েছে শেয়ার বাজারে।
তবে ফেসবুকের আগেও বেশ কয়েকটি সংস্থা ভারী লোকশানের মুখে পড়েছে। ২০১৩ সালের ২৪ জানুয়ারি একদিনে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল অ্যাপেল সংস্থার। ২০০০ সালে সেপ্টেম্বরে একদিনে ৯১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল ইন্টেল কর্প-এর।
Comments
Post a Comment