প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
একদিনে ফেসবুকের ক্ষতি সাড়ে ১২ কোটি!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে। কেননা, সংস্থটি এক দিনে ক্ষতির মুখে পড়েছে প্রায় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১২৪ মিলিয়ন)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে ফেসবুকের শেয়ার দর এক ধাক্কায় ২০ শতাংশের নিচে নেমে যায়। এ কারণে সংস্থাটির ক্ষতি হয় ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত একদিনে কোনো সংস্থার এটিই সর্বোচ্চ ক্ষতি।
এর আগে গত বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে লাভের অংশ প্রত্যাশিত হয়নি। বছরের দ্বিতীয় ভাগেও সংস্থার গ্রোথ রেট নিচের দিকেই থাকবে। পরপর দুটি নেতিবাচক খবর, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ফেসবুককে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্কের প্রভাবও পড়েছে শেয়ার বাজারে।
তবে ফেসবুকের আগেও বেশ কয়েকটি সংস্থা ভারী লোকশানের মুখে পড়েছে। ২০১৩ সালের ২৪ জানুয়ারি একদিনে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল অ্যাপেল সংস্থার। ২০০০ সালে সেপ্টেম্বরে একদিনে ৯১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল ইন্টেল কর্প-এর।
Comments
Post a Comment