প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল। এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি। আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে...