মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল। এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি। আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে...