বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল। এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি। আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে...