প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
নেত্রকোনা সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের উস্কানীদাতা জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার বর্তমান স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শানুর উপর অমানসিক অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু ও মীর ছুটন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্ত্রী শানুর দায়ের করা মামলায় স্বামী সানি গ্রেফতার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানীদাতা তার বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সী ও তার জামাই জায়েদকে এখনো পুলিশ গ্রেফতার করেনি। ইতোমধ্যে চার্জসীট থেকে তাদের নাম বাদ দেয়ার ব্যাপারে প্রশাসনের উপরও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে অভিযুক্ত এই দুই জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় আরো কঠোর অন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সহপাঠীবৃন্দার।
Comments
Post a Comment