বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
নেত্রকোনা সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের উস্কানীদাতা জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার বর্তমান স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শানুর উপর অমানসিক অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু ও মীর ছুটন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্ত্রী শানুর দায়ের করা মামলায় স্বামী সানি গ্রেফতার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানীদাতা তার বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সী ও তার জামাই জায়েদকে এখনো পুলিশ গ্রেফতার করেনি। ইতোমধ্যে চার্জসীট থেকে তাদের নাম বাদ দেয়ার ব্যাপারে প্রশাসনের উপরও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে অভিযুক্ত এই দুই জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় আরো কঠোর অন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সহপাঠীবৃন্দার।
Comments
Post a Comment