মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
কলেজ ছাত্রী শানুর উপর নির্যাতনের উস্কানীদাতা
নেত্রকোনা সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের উস্কানীদাতা জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার বর্তমান স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শানুর উপর অমানসিক অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু ও মীর ছুটন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্ত্রী শানুর দায়ের করা মামলায় স্বামী সানি গ্রেফতার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানীদাতা তার বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সী ও তার জামাই জায়েদকে এখনো পুলিশ গ্রেফতার করেনি। ইতোমধ্যে চার্জসীট থেকে তাদের নাম বাদ দেয়ার ব্যাপারে প্রশাসনের উপরও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে অভিযুক্ত এই দুই জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় আরো কঠোর অন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সহপাঠীবৃন্দার।
Comments
Post a Comment