প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
লারা ও টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮২ ইনিংস খেলে ১৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। ফলে দ্রুত ১৮ হাজারের রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক।
এতোদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ৪১১ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান পূর্ণ করেন লারা।
ক্রিকেটের বরপুত্র লারার পরই ছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৪১২ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান করেন টেন্ডুলকার।
লারা তার ক্যারিয়ার জীবনে কোনো টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে টেন্ডুলকার খেলেছেন একটি মাত্র ম্যাচ। ছোট ফরম্যাটে ৬২টি ম্যাচে ইতোমধ্যে ২১০২ রান করেছেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত নয় ইনিংস ব্যাট করে ৫৯৩ রান করেছেন কোহলি। এই রানের কল্যাণে ক্রিকেট ইতিহাসে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে লারা ও টেন্ডুলকারকে টপকে যান কোহলি।
Comments
Post a Comment