প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যার বিচার পাব ?
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যার বিচার পাব ?
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যা বিচার পাব, এমন প্রশ্ন সংবাদকর্মীদের। আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সূবর্ণা নদীকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচীতে এ বক্তব্য যেন বারে বারে উঠে এসেছে। সংবাদকর্মীরা বক্তব্য দিতে গিয়ে বলেন, সাগর রুনির হত্যার বিচার এখনো হয়নি, অনেক আশ্বাস ছিলো, তবে দিন গেছে, বছর পেরিয়ে গেছে, তবুও পাওয়া যায়নি সহকর্মী হত্যার বিচার। সহকর্মীদের হারানোর এই সারি দিনে দিনে দীর্ঘ হয়েছে। সর্বশেষ যুক্ত হয়েছে সূবর্ণা নদীর নাম। আর কত মানববন্ধন করলে সহকর্মী হত্যার বিচার পাব ? আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ সাজেদুল হক সাজু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সোনিয়া শীল প্রমুখ।
Comments
Post a Comment