বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যার বিচার পাব ?
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যার বিচার পাব ?
আর কত মানববন্ধন করলে সহকর্মীদের হত্যা বিচার পাব, এমন প্রশ্ন সংবাদকর্মীদের। আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সূবর্ণা নদীকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচীতে এ বক্তব্য যেন বারে বারে উঠে এসেছে। সংবাদকর্মীরা বক্তব্য দিতে গিয়ে বলেন, সাগর রুনির হত্যার বিচার এখনো হয়নি, অনেক আশ্বাস ছিলো, তবে দিন গেছে, বছর পেরিয়ে গেছে, তবুও পাওয়া যায়নি সহকর্মী হত্যার বিচার। সহকর্মীদের হারানোর এই সারি দিনে দিনে দীর্ঘ হয়েছে। সর্বশেষ যুক্ত হয়েছে সূবর্ণা নদীর নাম। আর কত মানববন্ধন করলে সহকর্মী হত্যার বিচার পাব ? আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ সাজেদুল হক সাজু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সোনিয়া শীল প্রমুখ।
Comments
Post a Comment