প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
২৫ সেপ্টেম্বর রহনপুরে আ’লীগের জনসভা
আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন বার্তা ও সংগঠনকে আরো সংগঠিত করার লক্ষে কেন্দ্রীয় নেতাদের জেলা পর্যায়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের জনসভা ।
জনসভায় বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নুরুল ইসলাম ঠান্ডুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতাদের আগমন ও নির্বাচনকে সামনে রেখে জেলার প্রথম জনসভা হওয়ায় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতারা অনেকটা উজি¦বিত । প্রতিদিনই মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন তারা।
শনিবার নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল কাদের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রায় সরকারের উন্নয়ন বার্তা ও ২৫ সেপ্টেম্বর রহনপুরের নির্বাচনী জনসভার প্রচারণা চালান। এই সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
এই সময় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার আহŸান জানান।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment