মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
এশিয়ান গেমস হকিতে শক্তিশালী দল বাংলাদেশের
ইন্দোনেশিয়ায় ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। উদ্বোধনের পরদিন থেকে সমাপণীর আগদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে হকি প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এশিয়ান গেমসের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া।
বাংলাদেশের ফিক্সচার:
২০ আগস্ট : ওমান
২২ আগস্ট : কাজাখস্তান
২৪ আগস্ট : মালয়েশিয়া
২৬ আগস্ট : থাইল্যান্ড
২৮ আগস্ট : পাকিস্তান
২০ আগস্ট : ওমান
২২ আগস্ট : কাজাখস্তান
২৪ আগস্ট : মালয়েশিয়া
২৬ আগস্ট : থাইল্যান্ড
২৮ আগস্ট : পাকিস্তান
প্রধান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি ২৮ খেলোয়াড়কে নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন। চূড়ান্ত দলে ডাক পেয়েছেন ১৮ খেলোয়াড়। দল গঠনে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দিয়েছেন কোচ কৃষ্ণমূর্তি। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও দক্ষিণ কোরিয়ায় দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই চূড়ান্ত দল দিয়েছেন কোচ।
এশিয়ান গেমসের হকি দল
অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমউদ্দিন, ফজলে রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ।
অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমউদ্দিন, ফজলে রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ।
Comments
Post a Comment