বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
আখেরী মোনাজাতের মধ্যদিয়ে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের তোহাখানার মাজার শরীফে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) ২ দিনব্যাপী বার্ষিক ঔরস শেষ হয়েছে। এ ইসালে সওয়াবে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদের তহাখানা মাজার প্রাঙ্গণে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাজার কমিটি আয়োজন করে। আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল দুপুরে কোরআনখানী, বাদ আসর মেহমানদের সাথে কুশল বিনিময় ও দোয়া-দরুদ পাঠ, বাদ মাগরিব হালকায়ে যিক্র মাহফিল, এশার নামাজের পরপরই তাবারক বিতরণ, রাত্রি হতে ফজরের আযানের পূর্ব পর্যন্ত যিক্র ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজের আগে বক্তব্য রাখেন, শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম রাব্বানী, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সাবেক প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. এনামুল হক।আজ শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মরহুমের জীবনীর উপর আলোচনা ও জুম্মার নামাজের পরপরই আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইসালে সওয়াব শেষ হয়।
বাদ জুম্মা হযরত শাহ্ নেয়ামতুল্লাহ (রহ:) এর ব্যবহৃত কাপড় চোপড় দেখানো হয় মুসলল্লিদের।
Comments
Post a Comment