প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে জেএমবি সদস্য গান পাউডার ও অস্ত্রসহ ২ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক স্থানে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তার কাছে ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হচ্ছে, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮)। এছাড়া, একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর গ্রামের আব্দুল জাব্বার মিস্ত্রির ছেলে মোঃ আঃ মালেক (৩৮) কে ১ টি পিস্তল. ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংকালে এ তথ্য জানানো হয়।
বুুধবার দুপুর সোয়া ১২টায় প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারস্থ জনৈক পলাশ মিয়ার আমবাগান এলাকায় টিনের দোচালা ঘরে ৬/৭ জন জেএমবি সদস্য নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উক্ত স্থানে রাত প্রায় সাড়ে ১০টায় অভিযান চালিয়ে মাহফুজুরকে আটক করে। এসময় প্লাষ্টিকের ব্যাগে থাকা ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার করে। তবে, অপর সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপরদিকে, সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টি নন্দন পার্কের মহানন্দা নদী সংলগ্ন পাইকর তলা এলাকায় রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে মালেককে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। এছাড়া, ৩ জামায়াত কর্মী ও মাদকসহ বিভিন্ন মামলার ৩২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় ৫’শ বোতল ফেন্সিডিল ও ২’শ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে । এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার মামলার আসামী বিএনপি নেতা ও মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞাকে গত মঙ্গলবার রাত ৮টায় পুলিশ গ্রেফতার করে।
Comments
Post a Comment