বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার যদুযার এলাকায় কুলিক নদের তীরে ঘুরছিল অপরিচিত একটি প্রাণী। গতকাল মঙ্গলবার নদীতে মাছ ধরতে গিয়ে আবু জাহিদ নামে একজন প্রাণীটিকে দেখতে পান। খবর দেন গ্রামবাসীকে। সবাই মিলে পশুটিকে ধরতে সক্ষম হন।
খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমায়। আগত বয়োজ্যেষ্ঠরা হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে প্রাণীটিকে নীলগাই বলে শনাক্ত করেন।
দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মাঠে-ঘাটে একসময় নীলগাইয়ের দেখা মিলত। এখন বাংলাদেশে বিলুপ্ত হলেও এই অঞ্চলের মানুষের স্মৃতি থেকে নীলগাই মুছে যায়নি। স্ত্রী নীলগাই লালচে বাদামি। প্রাপ্তবয়স্ক পুরুষ নীলচে ধূসর। জ্যোৎস্নারাতে এরা দল বেঁধে মাঠে ঘাস বা ডালজাতীয় তৃণ খেতে বের হয়।
দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মাঠে-ঘাটে একসময় নীলগাইয়ের দেখা মিলত। এখন বাংলাদেশে বিলুপ্ত হলেও এই অঞ্চলের মানুষের স্মৃতি থেকে নীলগাই মুছে যায়নি। স্ত্রী নীলগাই লালচে বাদামি। প্রাপ্তবয়স্ক পুরুষ নীলচে ধূসর। জ্যোৎস্নারাতে এরা দল বেঁধে মাঠে ঘাস বা ডালজাতীয় তৃণ খেতে বের হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান বলেন, নীলগাইটিকে রানীশংকৈলের রামরাই দিঘিতে রাখা হয়েছে। উদ্ধারের সময় আহত হওয়ায় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলগাইটি কোথা থেকে এসেছে, তা এখনো জানা যায়নি।
নীলগাইটির উচ্চতা সাড়ে তিন ফুট। আর দেহের দৈর্ঘ্য পাঁচ ফুট বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি একটি স্ত্রী নীলগাই। সুস্থ করে তোলার পর একে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Comments
Post a Comment