প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
সাধ্যের মধ্যে সেরা পাঁচ ফোন
প্রায় প্রতিদিনই বিশ্বের বাজারে নতুন স্মার্টফোন আসছে। এসব ফোনের মধ্যে যেমন আছে এন্ট্রি লেভেলের ফোন, তেমনি আছে মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টের ফোন। নানান ফিচারে ভরপুর এসব ফোনের মধ্য থেকে পছন্দসই ফোনটি খুঁজে নিতে পারেন। এজন্য জুলাই মাসে বাজারে আসা পাঁচটি ফোনের খবর জেনে নিন।
আসুস জেনফোন ফাইভ জেড
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটির ভেতরে আছে লেটেস্ট লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ। ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে।
ভিভো নেক্স
এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল।
এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল।
ফোনটি পরিচালনার জন্য আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যামের।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ১২ মেগাপিক্সেলের। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশন। আর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি অন সিক্স
এই ফোনে ব্যবহৃত হয়েছে ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। এতে রয়েছে একটি ৫.৬ ইঞ্চির এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে।
ফোনের ভেতরে রয়েছে একটি এক্সিনোস ৭৮৭০ চিপসেট। এছাড়াও গ্যালাক্সি অন সিক্সে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম।
অপো এ থ্রি এস
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
ফোনটির ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। সঙ্গে আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম।
নকিয়া থ্রি পয়েন্ট ওয়ান
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
ফোনটি ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।
Comments
Post a Comment