বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
সাধ্যের মধ্যে সেরা পাঁচ ফোন
প্রায় প্রতিদিনই বিশ্বের বাজারে নতুন স্মার্টফোন আসছে। এসব ফোনের মধ্যে যেমন আছে এন্ট্রি লেভেলের ফোন, তেমনি আছে মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টের ফোন। নানান ফিচারে ভরপুর এসব ফোনের মধ্য থেকে পছন্দসই ফোনটি খুঁজে নিতে পারেন। এজন্য জুলাই মাসে বাজারে আসা পাঁচটি ফোনের খবর জেনে নিন।
আসুস জেনফোন ফাইভ জেড
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটির ভেতরে আছে লেটেস্ট লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ। ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে।
ভিভো নেক্স
এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল।
এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল।
ফোনটি পরিচালনার জন্য আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যামের।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ১২ মেগাপিক্সেলের। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশন। আর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি অন সিক্স
এই ফোনে ব্যবহৃত হয়েছে ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। এতে রয়েছে একটি ৫.৬ ইঞ্চির এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে।
ফোনের ভেতরে রয়েছে একটি এক্সিনোস ৭৮৭০ চিপসেট। এছাড়াও গ্যালাক্সি অন সিক্সে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম।
অপো এ থ্রি এস
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
ফোনটির ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। সঙ্গে আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম।
নকিয়া থ্রি পয়েন্ট ওয়ান
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
ফোনটি ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।

Comments
Post a Comment