প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরীর সরঞ্জামাদি উদ্ধার আটক-১
চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে র্যাব- ৫ অভিযান চালিয়ে জাল রুপির কারখানার সন্ধান পায়। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জাল রুপি ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিসহ জাল রুপি তৈরীর কারখানার মুলহোতাকে আটক করেছে।
আটককৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগান মহল্লার আকবর আলীর ছেলে এবং গোদাগাড়ী ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র রুবেল হোসেন (২৪)।
অভিযান শেষে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের জানান, প্রতিবছর ঈদের সময় সীমান্তে এবং হাটবাজারে গরু ক্রয় বিক্রয়ের সময় জাল টাকার লেনদেন হয়ে থাকে। কারা কোথায় কিভাবে জাল টাকা সরবরাহ করছে সে ব্যাপারে র্যাব দীর্ঘদিন ধরে নজর রাখছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে জাল রুপি তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরো বলেন, রুবেল ৬ মাস ধরে টিকরামপুর মধ্যপাড়ায় নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে জাল রুপি তৈরীর কারখানা স্থাপন করে এ কারবার করে আসছিল। এছাড়া, ঈদের সময় গরু ব্যবসায়ীদের মাঝে এই জাল রুপি ছড়িয়ে দেয়া হয় বলেও জানান তিনি।
Comments
Post a Comment