বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরীর সরঞ্জামাদি উদ্ধার আটক-১
চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে র্যাব- ৫ অভিযান চালিয়ে জাল রুপির কারখানার সন্ধান পায়। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জাল রুপি ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিসহ জাল রুপি তৈরীর কারখানার মুলহোতাকে আটক করেছে।
আটককৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগান মহল্লার আকবর আলীর ছেলে এবং গোদাগাড়ী ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র রুবেল হোসেন (২৪)।
অভিযান শেষে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের জানান, প্রতিবছর ঈদের সময় সীমান্তে এবং হাটবাজারে গরু ক্রয় বিক্রয়ের সময় জাল টাকার লেনদেন হয়ে থাকে। কারা কোথায় কিভাবে জাল টাকা সরবরাহ করছে সে ব্যাপারে র্যাব দীর্ঘদিন ধরে নজর রাখছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে জাল রুপি তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরো বলেন, রুবেল ৬ মাস ধরে টিকরামপুর মধ্যপাড়ায় নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে জাল রুপি তৈরীর কারখানা স্থাপন করে এ কারবার করে আসছিল। এছাড়া, ঈদের সময় গরু ব্যবসায়ীদের মাঝে এই জাল রুপি ছড়িয়ে দেয়া হয় বলেও জানান তিনি।

Comments
Post a Comment