প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন
প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ মঙ্গলবার জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, রানিহাটি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন আলী, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তোফা। পরে প্রধান অতিথি টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা পর্যায়ে এ টুর্ণামেন্টে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় রানিহাটি ইউপি ৩-০ গোলে চরঅনুপনগর ইউপিকে এবং অপর খেলায় ঝিলিম ইউপি ৫-০ গোলে সুন্দরপুর ইউপিকে পরাজিত করে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে প্রথমবারের মতো সদর উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন টুর্নামেন্ট খেলা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। পরে, উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত উপজেলা দল জেলা পর্যায়ে ও জেলা দল বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে প্রথমবারের মতো সদর উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন টুর্নামেন্ট খেলা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। পরে, উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত উপজেলা দল জেলা পর্যায়ে ও জেলা দল বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।
Comments
Post a Comment