মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
ইনজুরিতে তামিম, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
গত ২৯ তারিখ ফিল্ডিং অনুশীলন করার সময় ডান হাতের অনামিকায় চোট পান তামিম। শুরুর দিকে তেমন গুরুত্ব দিয়ে না দেখা হলেও পরে স্ক্যান করানো হলে আঙ্গুলে চিড় ধরা পড়ে তার। এই ধরনের চোট সারতে বেশ সময় লাগে। এশিয়া কাপের বাকি আরো প্রায় এক সপ্তাহ। এর আগে সুস্থ না হলে প্রথম ম্যাচ মিস করতে পারেন তামিম।
তামিমের আগে ইনজুরিতে পড়েছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা নাজমুল হাসান শান্ত। একই কারণে পুরোপুরি ফিট নয় বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আর বাংলাদেশ দলের এই ইনজুরি সমস্যার কারণে এশিয়া কাপের স্কোয়াডে শেষের দিকে যুক্ত করা হয়েছে মমিনুল হককে।
এই বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন,‘শান্তর পর তামিমেরও চোট পেয়েছে। তাই বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান মমিনুলকে রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাতে তাকে ব্যবহার করা যায়।’
আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।
Comments
Post a Comment