প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
ইনজুরিতে তামিম, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
গত ২৯ তারিখ ফিল্ডিং অনুশীলন করার সময় ডান হাতের অনামিকায় চোট পান তামিম। শুরুর দিকে তেমন গুরুত্ব দিয়ে না দেখা হলেও পরে স্ক্যান করানো হলে আঙ্গুলে চিড় ধরা পড়ে তার। এই ধরনের চোট সারতে বেশ সময় লাগে। এশিয়া কাপের বাকি আরো প্রায় এক সপ্তাহ। এর আগে সুস্থ না হলে প্রথম ম্যাচ মিস করতে পারেন তামিম।
তামিমের আগে ইনজুরিতে পড়েছেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা নাজমুল হাসান শান্ত। একই কারণে পুরোপুরি ফিট নয় বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আর বাংলাদেশ দলের এই ইনজুরি সমস্যার কারণে এশিয়া কাপের স্কোয়াডে শেষের দিকে যুক্ত করা হয়েছে মমিনুল হককে।
এই বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন,‘শান্তর পর তামিমেরও চোট পেয়েছে। তাই বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান মমিনুলকে রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাতে তাকে ব্যবহার করা যায়।’
আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।
Comments
Post a Comment