মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
‘অনুষ্ঠানের শেষ মিনিট পর্যন্ত শাকিবের অপেক্ষায় ছিলাম’ শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কার্ডে বাবা শাকিব খানের নাম ছিল না। তা নিয়ে শাকিবের বেজায় ক্ষোভ ছিল। কিন্তু ছেলের দ্বিতীয় জন্মদিনের দাওয়াত কার্ডে বাবা মা দু’জনেরই নাম রয়েছে। তাই সকলেই ভেবে বসেছিলেন শাকিব খান বোধহয় ছেলের জন্মদিনে যাবেন। তা নিয়ে বেশ জল্পনা-কল্পনাও চলছিল। কারণ রেগুলার শিডিউলে ২৭ সেপ্টেম্বর নিজের নতুন ছবি ‘নাকাব’-এর ক্যাম্পেইনের কাজ ছিল শাকিব খানের। অতঃপর শাকিব খান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। যেখানে জাজের কর্ণধার আব্দুল আজিজ একসাথে লাইভে বসে শুরুতেই নাকাব-এর শুভমুক্তির সুখবর এবং সন্তান জয়ের বার্থডে নিয়ে উইশ করেন। শাকিব খান বলেন, ‘ছেলের জন্মদিনে কেন অনুষ্ঠানে গেলাম না সেটি তো বড় কথা নয়। আমার ছেলের জন্মদিন একদিন অনেকে সেলিব্রেট করবে।’ যদিও শাকিব খান অপু বিশ্বাসের ভেতরে দম্পতি সম্পর্কের সকল সুতো ছিঁড়ে গেছে। জয়ের বাবা-মা পরিচয়েই তারা আজীবন একটি সম্পর্কের ভেতরে থাকবেন। তাই অনেকেই প্রত্যাশা করেছিলেন শাকিব খান কিছুক্ষণের জন্য হলেও হয়তো ছেলের আনুষ্ঠানিক...