বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
‘অনুষ্ঠানের শেষ মিনিট পর্যন্ত শাকিবের অপেক্ষায় ছিলাম’ শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কার্ডে বাবা শাকিব খানের নাম ছিল না। তা নিয়ে শাকিবের বেজায় ক্ষোভ ছিল। কিন্তু ছেলের দ্বিতীয় জন্মদিনের দাওয়াত কার্ডে বাবা মা দু’জনেরই নাম রয়েছে। তাই সকলেই ভেবে বসেছিলেন শাকিব খান বোধহয় ছেলের জন্মদিনে যাবেন। তা নিয়ে বেশ জল্পনা-কল্পনাও চলছিল। কারণ রেগুলার শিডিউলে ২৭ সেপ্টেম্বর নিজের নতুন ছবি ‘নাকাব’-এর ক্যাম্পেইনের কাজ ছিল শাকিব খানের। অতঃপর শাকিব খান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। যেখানে জাজের কর্ণধার আব্দুল আজিজ একসাথে লাইভে বসে শুরুতেই নাকাব-এর শুভমুক্তির সুখবর এবং সন্তান জয়ের বার্থডে নিয়ে উইশ করেন। শাকিব খান বলেন, ‘ছেলের জন্মদিনে কেন অনুষ্ঠানে গেলাম না সেটি তো বড় কথা নয়। আমার ছেলের জন্মদিন একদিন অনেকে সেলিব্রেট করবে।’ যদিও শাকিব খান অপু বিশ্বাসের ভেতরে দম্পতি সম্পর্কের সকল সুতো ছিঁড়ে গেছে। জয়ের বাবা-মা পরিচয়েই তারা আজীবন একটি সম্পর্কের ভেতরে থাকবেন। তাই অনেকেই প্রত্যাশা করেছিলেন শাকিব খান কিছুক্ষণের জন্য হলেও হয়তো ছেলের আনুষ্ঠানিক...