রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
‘অনুষ্ঠানের শেষ মিনিট পর্যন্ত শাকিবের অপেক্ষায় ছিলাম’ শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কার্ডে বাবা শাকিব খানের নাম ছিল না। তা নিয়ে শাকিবের বেজায় ক্ষোভ ছিল। কিন্তু ছেলের দ্বিতীয় জন্মদিনের দাওয়াত কার্ডে বাবা মা দু’জনেরই নাম রয়েছে। তাই সকলেই ভেবে বসেছিলেন শাকিব খান বোধহয় ছেলের জন্মদিনে যাবেন। তা নিয়ে বেশ জল্পনা-কল্পনাও চলছিল। কারণ রেগুলার শিডিউলে ২৭ সেপ্টেম্বর নিজের নতুন ছবি ‘নাকাব’-এর ক্যাম্পেইনের কাজ ছিল শাকিব খানের। অতঃপর শাকিব খান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। যেখানে জাজের কর্ণধার আব্দুল আজিজ একসাথে লাইভে বসে শুরুতেই নাকাব-এর শুভমুক্তির সুখবর এবং সন্তান জয়ের বার্থডে নিয়ে উইশ করেন। শাকিব খান বলেন, ‘ছেলের জন্মদিনে কেন অনুষ্ঠানে গেলাম না সেটি তো বড় কথা নয়। আমার ছেলের জন্মদিন একদিন অনেকে সেলিব্রেট করবে।’ যদিও শাকিব খান অপু বিশ্বাসের ভেতরে দম্পতি সম্পর্কের সকল সুতো ছিঁড়ে গেছে। জয়ের বাবা-মা পরিচয়েই তারা আজীবন একটি সম্পর্কের ভেতরে থাকবেন। তাই অনেকেই প্রত্যাশা করেছিলেন শাকিব খান কিছুক্ষণের জন্য হলেও হয়তো ছেলের আনুষ্ঠানিক...