বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
৮ জিবি র্যামের ফোনে পাঁচ ক্যামেরা এই প্রথম পাঁচ ক্যামেরার ফোন আনছে এলজি। মডেল এলজি ভি ফোর্টি থিঙ্ক। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এলজি ভি ফোর্টি থিঙ্কের ফার্স্ট লুক প্রকাশ হয়। নচ ডিসপ্লে ডিজাইনের এই ফোন গ্লাস ডিজাইনে তৈরি। এর স্লিম বেজেল এবং পি-ওলিড ডিসপ্লে একে অনন্যতা দিয়েছে। এর রিয়ারে আছে তিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দুটি। রিয়ারে রয়েছে ২০,১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ১৪৪০x৩১২০ পিক্সেল। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৬ জিবি র্যামের সঙ্গে আছে ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটি পাওয়া যাবে ২৫৬ জিবি রমে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ব্যাকআপের জন্য এলজির নতুন ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি বাজারে আসলে এর দাম হবে ৮৩৩ ডলার।