বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
৮ জিবি র্যামের ফোনে পাঁচ ক্যামেরা এই প্রথম পাঁচ ক্যামেরার ফোন আনছে এলজি। মডেল এলজি ভি ফোর্টি থিঙ্ক। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এলজি ভি ফোর্টি থিঙ্কের ফার্স্ট লুক প্রকাশ হয়। নচ ডিসপ্লে ডিজাইনের এই ফোন গ্লাস ডিজাইনে তৈরি। এর স্লিম বেজেল এবং পি-ওলিড ডিসপ্লে একে অনন্যতা দিয়েছে। এর রিয়ারে আছে তিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দুটি। রিয়ারে রয়েছে ২০,১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ১৪৪০x৩১২০ পিক্সেল। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৬ জিবি র্যামের সঙ্গে আছে ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটি পাওয়া যাবে ২৫৬ জিবি রমে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ব্যাকআপের জন্য এলজির নতুন ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি বাজারে আসলে এর দাম হবে ৮৩৩ ডলার।