মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
ঈদে নাগরিকে সালমান শাহ উৎসব
সালমান শাহ। বাংলা সিনেমার রাজপুত্র। যার টানে সিনেমা হলে ছুটেছিল তরুণ দর্শকরা। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। ঢালিউডের এ দাপুটে অভিনেতা রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র। আগামী ৬ই সেপ্টেম্বর এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী।
এই দিবসকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহায় নাগরিক টিভি আয়োজন করেছে সালমান উৎসব। এ উৎসবে ঈদের সাতদিনে চ্যানেলের পর্দায় সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা প্রচার করা হবে। ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ ও দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচার হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।
Comments
Post a Comment