বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
কিজিকিসস্থানে লালসবুজের প্রতিনিধিত্ব করবে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্বর্ণকণ্যা রোকেয়া
চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর নিরালা গুচ্ছগ্রামের স্বর্ণকণ্যা রোকেয়া খাতুন। মার্সাল আর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এরই মধ্যে দেশীয় ও আন্তজাতিক প্রতিযোগিতায় জিতেছেন স্বর্ণসহ অনেক পুরস্কার।
আর কঠোর অনুশিলনের ধারাবাহিকতায় ডাক পান কিজিকসস্থানে অনুষ্ঠিত আন্তজাতিক মার্সাল আর্ট প্রতিযোগিতায়। তবে স্বর্ণকন্যার কিজিকিসস্থান যাত্রা অনেকটায় অনিশ্চিত ছিল, কারণ বিদেশ যাত্রায় ৯৫ হাজার টাকার মধ্যে ৪৫ হাজার টাকা ফেডারেশন বহন করলেও খেলোয়ারদের নিজেদের ৫০ হাজার টাকা দিতে হবে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া রোকেয়ার স্বপ্ন যেন ভেঙ্গে যেতে বসে ৫০ হাজার টাকার দিতে না পারায়।
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় প্রতিবেদন। বিষয়টি নজরে পড়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের। তিনি উদ্যোগী হন চাঁপাইনবাবগঞ্জের স্বর্ণকণ্যার বিদেশ যাত্রা নিশ্চিত করতে। তার চেষ্টায়, রোকেয়ার জন্য জোগাড় হয় ৬০ হাজার টাকা। এরমধ্যে গ্রামীন ট্রাভেলসএর মালিক মুখলেসুর রহমান দেন ২৫ হাজার টাকা, অধ্যক্ষ এজাবুল হক দেন ২৫ হাজার ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা দেন ১০ হাজার টাকা। স্বর্নকন্যা রোকেয়া জানিয়েছেন, তিনি সহ ৭জন খেলোয়ার কিজিকিসস্থানে অনুষ্ঠিত আন্তজাতিক মার্সাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আজ ২৯ আগষ্ট ঢাকা ছাড়বেন।
তিনি তার স্বপ্ন পূরনে সহযাত্রী হওয়ায়, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সংবাদকর্মী ও তাকে আর্থিক সহযোগিতা করা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলায় ভালো ফলাফল করে লাল সবুজের পকাতা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি সেই জন্য সবার দোয়া চাই।

Comments
Post a Comment