প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
কিজিকিসস্থানে লালসবুজের প্রতিনিধিত্ব করবে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্বর্ণকণ্যা রোকেয়া
চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর নিরালা গুচ্ছগ্রামের স্বর্ণকণ্যা রোকেয়া খাতুন। মার্সাল আর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এরই মধ্যে দেশীয় ও আন্তজাতিক প্রতিযোগিতায় জিতেছেন স্বর্ণসহ অনেক পুরস্কার।
আর কঠোর অনুশিলনের ধারাবাহিকতায় ডাক পান কিজিকসস্থানে অনুষ্ঠিত আন্তজাতিক মার্সাল আর্ট প্রতিযোগিতায়। তবে স্বর্ণকন্যার কিজিকিসস্থান যাত্রা অনেকটায় অনিশ্চিত ছিল, কারণ বিদেশ যাত্রায় ৯৫ হাজার টাকার মধ্যে ৪৫ হাজার টাকা ফেডারেশন বহন করলেও খেলোয়ারদের নিজেদের ৫০ হাজার টাকা দিতে হবে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া রোকেয়ার স্বপ্ন যেন ভেঙ্গে যেতে বসে ৫০ হাজার টাকার দিতে না পারায়।
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় প্রতিবেদন। বিষয়টি নজরে পড়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের। তিনি উদ্যোগী হন চাঁপাইনবাবগঞ্জের স্বর্ণকণ্যার বিদেশ যাত্রা নিশ্চিত করতে। তার চেষ্টায়, রোকেয়ার জন্য জোগাড় হয় ৬০ হাজার টাকা। এরমধ্যে গ্রামীন ট্রাভেলসএর মালিক মুখলেসুর রহমান দেন ২৫ হাজার টাকা, অধ্যক্ষ এজাবুল হক দেন ২৫ হাজার ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা দেন ১০ হাজার টাকা। স্বর্নকন্যা রোকেয়া জানিয়েছেন, তিনি সহ ৭জন খেলোয়ার কিজিকিসস্থানে অনুষ্ঠিত আন্তজাতিক মার্সাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আজ ২৯ আগষ্ট ঢাকা ছাড়বেন।
তিনি তার স্বপ্ন পূরনে সহযাত্রী হওয়ায়, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সংবাদকর্মী ও তাকে আর্থিক সহযোগিতা করা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলায় ভালো ফলাফল করে লাল সবুজের পকাতা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি সেই জন্য সবার দোয়া চাই।
Comments
Post a Comment