মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
চাঁপাইনবাবগঞ্জে সেরেনা হত্যা মামলায় নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেরেনা খাতুন হত্যা মামলায় এক নারীসহ ২ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মোহনবাগের কান্তু মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৪) ও শ্যামপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার দাউদ আলীর মেয়ে সুফিয়া বেগম (৩৫)। এদের মধ্যে সুফিয়া বেগম পলাতক রয়েছে। ওই মামলার অপর আসামী শিবগঞ্জের পিঠালীতলার আবুল বাসারকে খালাস দেয়া হয়েছে।
এামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে দেওয়ান জাইগির গ্রামের স্বামী পরিত্যক্তা সেরেনা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে সুফিয়া বেগমের সহায়তায় ডেকে নিয়ে যান আব্দুল মান্নান। পরে সেলিমবাদের একটি আমবাগানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের ছেলে আরিফ হোসেন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৫ সালের ৩১ মে শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমানাদি শেষে গতকাল রোববার দুপুরে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায়ে দন্ডিত করেন।
Comments
Post a Comment