বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
ট্রাম্পের গোপন ফোনালাপ প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের একটি গোপন রেকর্ড প্রকাশ করেছেন তাঁর একজন সাবেক উপদেষ্টা। ওমারোসা ম্যানিগাল্ট নিউম্যান নামের ওই উপদেষ্টা গত বছর বরখাস্ত হন। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিতে গোপন রেকর্ডটি প্রকাশ করা হয়েছে।
ওমারোসা দাবি করেন, হোয়াইট হাউস থেকে বরখাস্ত হওয়ার পরের দিনই ট্রাম্প তাকে ফোন করেন এবং বরখাস্তের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘এই চাকরিচ্যুতির বিষয়ে কেউই আমাকে কিছু বলেনি।’
ওমারোসা হোয়াইট হাউসে তাঁর অভিজ্ঞতা এবং বরখাস্তের বিষয়গুলো নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের সম্পর্কে বেশকিছু নেতিবাচক মন্তব্য করেছেন বলে জানা গেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট বর্নবাদী বলেও অভিযোগ করেছেন।
হোয়াইট হাউস ওমারোসাকে একজন বিধ্বস্ত সাবেক কর্মচারি হিসেবে বর্ননা করেছে। স্থানীয় সময় সোমবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘চাকরি হারানোর কারণেই এই সাবেক কর্মচারী তাকে আক্রমণ করতে শুরু করেছে।’
হোয়াইট হাউসের প্রধান চিফ অব স্টাফ জন কেলি পুরো বিষয়টিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করে একে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি বলেন, হোয়াইট হাউসের কথোপকথন রেকর্ড করে আইনভঙ্গ করেছেন ওমারোসা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments
Post a Comment