বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
ট্রাম্পের গোপন ফোনালাপ প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের একটি গোপন রেকর্ড প্রকাশ করেছেন তাঁর একজন সাবেক উপদেষ্টা। ওমারোসা ম্যানিগাল্ট নিউম্যান নামের ওই উপদেষ্টা গত বছর বরখাস্ত হন। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিতে গোপন রেকর্ডটি প্রকাশ করা হয়েছে।
ওমারোসা দাবি করেন, হোয়াইট হাউস থেকে বরখাস্ত হওয়ার পরের দিনই ট্রাম্প তাকে ফোন করেন এবং বরখাস্তের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘এই চাকরিচ্যুতির বিষয়ে কেউই আমাকে কিছু বলেনি।’
ওমারোসা হোয়াইট হাউসে তাঁর অভিজ্ঞতা এবং বরখাস্তের বিষয়গুলো নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের সম্পর্কে বেশকিছু নেতিবাচক মন্তব্য করেছেন বলে জানা গেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট বর্নবাদী বলেও অভিযোগ করেছেন।
হোয়াইট হাউস ওমারোসাকে একজন বিধ্বস্ত সাবেক কর্মচারি হিসেবে বর্ননা করেছে। স্থানীয় সময় সোমবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘চাকরি হারানোর কারণেই এই সাবেক কর্মচারী তাকে আক্রমণ করতে শুরু করেছে।’
হোয়াইট হাউসের প্রধান চিফ অব স্টাফ জন কেলি পুরো বিষয়টিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করে একে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি বলেন, হোয়াইট হাউসের কথোপকথন রেকর্ড করে আইনভঙ্গ করেছেন ওমারোসা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments
Post a Comment