বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
অনলাইনে কোরবানির পশু
দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের মাধ্যমে কোরবানির পশু কেনার সুযোগ এলো। এজন্য একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে রেফ্রিজারেটর, টেলিভিশনসহ পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী জিতে নিতে পারবেন। এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে আজ ১২ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে. এম. জি কিবরিয়াসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশু কেনাবেচার সুযোগ আনলো বিক্রয় ডটকম। এই মার্কেট প্লেসটিতে থেকে ক্রেতারা যেমন তাদের পছন্দের পশু কোরবানির জন্য কিনতে পারবেন। তেমনি করে বিক্রেতারাও তাদের পশু বিক্রি করতে পারবেন। এজন্য বিক্রয় ডটকম আলাদাভাবে কোরবানির পশু বিক্রি করবে। এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে, ‘বিক্রয় হ্যাশট্যাগ বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা বিক্রয় ডটকমের কোরবানির পশুর বিজ্ঞাপনের লিংক তাদের ফেসবুকে হ্যাশট্যাগ বিরাটহাট টাইপ করে শেয়ার করতে পারবেন। সবচেয়ে বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ২০ জন ভাগ্যবানকে বিজয়ী নির্বাচিত করে রেফ্রিজারেটর, টেলিভিশন সহ নানা উপহার সামগ্রী দেয়া হবে।


Comments
Post a Comment