রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
অনলাইনে কোরবানির পশু
দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের মাধ্যমে কোরবানির পশু কেনার সুযোগ এলো। এজন্য একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে রেফ্রিজারেটর, টেলিভিশনসহ পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী জিতে নিতে পারবেন। এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে আজ ১২ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে. এম. জি কিবরিয়াসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশু কেনাবেচার সুযোগ আনলো বিক্রয় ডটকম। এই মার্কেট প্লেসটিতে থেকে ক্রেতারা যেমন তাদের পছন্দের পশু কোরবানির জন্য কিনতে পারবেন। তেমনি করে বিক্রেতারাও তাদের পশু বিক্রি করতে পারবেন। এজন্য বিক্রয় ডটকম আলাদাভাবে কোরবানির পশু বিক্রি করবে। এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে, ‘বিক্রয় হ্যাশট্যাগ বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা বিক্রয় ডটকমের কোরবানির পশুর বিজ্ঞাপনের লিংক তাদের ফেসবুকে হ্যাশট্যাগ বিরাটহাট টাইপ করে শেয়ার করতে পারবেন। সবচেয়ে বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ২০ জন ভাগ্যবানকে বিজয়ী নির্বাচিত করে রেফ্রিজারেটর, টেলিভিশন সহ নানা উপহার সামগ্রী দেয়া হবে।


Comments
Post a Comment