মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
অনলাইনে কোরবানির পশু
দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের মাধ্যমে কোরবানির পশু কেনার সুযোগ এলো। এজন্য একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে রেফ্রিজারেটর, টেলিভিশনসহ পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী জিতে নিতে পারবেন। এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে আজ ১২ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে. এম. জি কিবরিয়াসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস, ঈশিতা শারমিন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশু কেনাবেচার সুযোগ আনলো বিক্রয় ডটকম। এই মার্কেট প্লেসটিতে থেকে ক্রেতারা যেমন তাদের পছন্দের পশু কোরবানির জন্য কিনতে পারবেন। তেমনি করে বিক্রেতারাও তাদের পশু বিক্রি করতে পারবেন। এজন্য বিক্রয় ডটকম আলাদাভাবে কোরবানির পশু বিক্রি করবে। এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে, ‘বিক্রয় হ্যাশট্যাগ বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা বিক্রয় ডটকমের কোরবানির পশুর বিজ্ঞাপনের লিংক তাদের ফেসবুকে হ্যাশট্যাগ বিরাটহাট টাইপ করে শেয়ার করতে পারবেন। সবচেয়ে বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ২০ জন ভাগ্যবানকে বিজয়ী নির্বাচিত করে রেফ্রিজারেটর, টেলিভিশন সহ নানা উপহার সামগ্রী দেয়া হবে।
Comments
Post a Comment