মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
আগে নিজে বদলান, তারপর দেশ: ইমরানকে রেহাম
কয়েক দিন হলো পাকিস্তানের মসনদে বসেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান। ক্ষমতায় এসে দেশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি আইনও জারি করেছেন তিনি। তবে দেশকে বদলানোর আগে নিজেকে বদলানোর জন্য ইমরান খানকে পরামর্শ দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।
ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেছেন, ‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন’।
রবিবার গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ইমরানের উদ্দেশ্যে এমনটি বলেন রেহাম।
এছাড়া সম্প্রতি প্রকাশিত তার জীবনীগ্রন্থে ইমরান খান সম্পর্কে অনেক বিতর্কিত তথ্য প্রকাশ করেন। রেহাম তার বইয়ে ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেন। নির্বাচনের আগে নিজের সম্পর্কে এসব তথ্য প্রকাশে বেশ বেকায়দায় পড়েন ইমরান খান। তবে রেহামের এমন সব দাবির পরও নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই।
২০১৫ সালে রেহামকে বিয়ে করেন ইমরান খান। এর দশ মাস পর ইমরানের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় জানিয়ে বিচ্ছেদ ঘটান রেহাম।
Comments
Post a Comment