প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
আগে নিজে বদলান, তারপর দেশ: ইমরানকে রেহাম
কয়েক দিন হলো পাকিস্তানের মসনদে বসেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান। ক্ষমতায় এসে দেশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি আইনও জারি করেছেন তিনি। তবে দেশকে বদলানোর আগে নিজেকে বদলানোর জন্য ইমরান খানকে পরামর্শ দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।
ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেছেন, ‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন’।
রবিবার গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ইমরানের উদ্দেশ্যে এমনটি বলেন রেহাম।
এছাড়া সম্প্রতি প্রকাশিত তার জীবনীগ্রন্থে ইমরান খান সম্পর্কে অনেক বিতর্কিত তথ্য প্রকাশ করেন। রেহাম তার বইয়ে ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেন। নির্বাচনের আগে নিজের সম্পর্কে এসব তথ্য প্রকাশে বেশ বেকায়দায় পড়েন ইমরান খান। তবে রেহামের এমন সব দাবির পরও নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই।
২০১৫ সালে রেহামকে বিয়ে করেন ইমরান খান। এর দশ মাস পর ইমরানের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় জানিয়ে বিচ্ছেদ ঘটান রেহাম।
Comments
Post a Comment