বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
আগে নিজে বদলান, তারপর দেশ: ইমরানকে রেহাম
কয়েক দিন হলো পাকিস্তানের মসনদে বসেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান। ক্ষমতায় এসে দেশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি আইনও জারি করেছেন তিনি। তবে দেশকে বদলানোর আগে নিজেকে বদলানোর জন্য ইমরান খানকে পরামর্শ দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।
ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেছেন, ‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন’।
রবিবার গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ইমরানের উদ্দেশ্যে এমনটি বলেন রেহাম।
এছাড়া সম্প্রতি প্রকাশিত তার জীবনীগ্রন্থে ইমরান খান সম্পর্কে অনেক বিতর্কিত তথ্য প্রকাশ করেন। রেহাম তার বইয়ে ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেন। নির্বাচনের আগে নিজের সম্পর্কে এসব তথ্য প্রকাশে বেশ বেকায়দায় পড়েন ইমরান খান। তবে রেহামের এমন সব দাবির পরও নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই।
২০১৫ সালে রেহামকে বিয়ে করেন ইমরান খান। এর দশ মাস পর ইমরানের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় জানিয়ে বিচ্ছেদ ঘটান রেহাম।
Comments
Post a Comment