মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ
ঈদুল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সরকারের বরাদ্দকৃত ভিজিএফ’র চাল দুঃস্থদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিতরণ কার্যক্রমের আহ্বায়ক পৌর কাউন্সিলর মো. মইদুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. আব্দুল বারেক, পৌর কাউন্সিলর মো. এনামুল হক, পৌর কাউন্সিলর মো. ইব্রাহিম খলিল, সংরক্ষিত নারী কাউন্সিলর সাকেরা খাতুন, কৃষি কর্মকর্তা মো. আমানুল্লাহ। কৃষি কর্মকর্ত মো. আমানুল্লাহ জানান, এ ঈদে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন ৪ হাজার ৬’শ ২১ জন দুঃস্থ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ২ দিনে এ চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
Comments
Post a Comment