বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
আজ জিতলেই সিরিজ বাংলাদেশের
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল চার উইকেটে। সুতরাং, বাংলাদেশ যদি আজ জিততে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে। আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তু্লে নেয় বাংলাদেশ। দলীয় শূন্য রানে আউট হন ওপেনার জাকির হাসান। কিন্তু পরবর্তীতে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দলের ভিত গড়ে দেন।৬২ রানের পার্টনারশিপ গড়েন তারা। ২৩ বলে ৩৮ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর মোহাম্মদ মিথুন সাত বলে আট রান করে ফিরে যান। দলের রান যখন ১১০ তখন আউট হন সৌম্য সরকার। ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ২১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রাইন ৩টি ও পিটার চেজ ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন সিমি সিং। ১৯ বলে ২৮ রান করেন স্টুয়ার্ট থম্পসন। ১২ বলে ২১ রান করেন কেভিন ও’ব্রাইন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম হাসান ১টি, আফিফ হোসেন ১টি, শরিফুল ইসলাম ২টি, তাইজুল ইসলাম ২টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট শিকার করেন।
http://kalantornews.com/ 16/8/2018
Comments
Post a Comment