প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে স্মার্ট কার্ড পাচ্ছেন ১ লাখ ১৭ হাজার ৭০৮ জন
হর প্রতিবেদকঃ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, পাসপোর্ট, জমি রেজিস্ট্রেশনসহ শতাধিক সেবায় স্মার্ট কার্ড কাজে লাগে। কাজেই স্মাট কার্ডটি যত্ন করে রাখতে হবে। যাদের কাছে স্মার্ট কার্ড থাকবে না তাদের জীবন অচল হয়ে যাবে। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১ লাখ ১৭ হাজার ৭০৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-কথা বলেন। এ সময় তিনি জানান ১৯৯৮-১৯৯৯ সালে সরকার প্রথম ছবিসহ ভোটার আইডি কার্ড দেওয়ার কার্যক্রম গ্রহণ করে। সে সময় নানা কারণে কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৮ সালে নির্বাচন কমিশন সেনাবাহিনীর সহযোগিতায় ছবিসহ ভোটার আইডি কার্ড তৈরি করে ভোটারদের মাঝে বিতরণ করে। পরে মানুষ এর কার্যকারিতা বুঝতে পারে। তখন ১৭টি সেবার কথা বলা হয়েছি। তবে পরবর্তীতে শতাধিক সেবার কথা চলে আসে। তিনি শৃঙ্খলতার সাথে স্মার্ট গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন- স্মার্ট কার্ডটি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে অবশ্য যত্নে রাখতে হবে। কারণ, ২০১৩ সালের ৫৮৫জনকে আসামী করে একটি মামলা হয়। সেই মামলায় দেখা যায় অনেক আসামীর নাম ঠিকানার মিল নেই। মামলাটি পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় পুন;তদন্ত হয়। ফলে তার পর থেকে মামলার ক্ষেত্রেও স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়ে পড়ে। এ ছাড়াও ব্যাংক একাউন্ট থেকে শুরু করে এখন যাবতীয় কাজে এই কার্ড প্রয়োজন হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্ড ছাড়া কোনো সেবায় পাওয়া যাবে না। তিনি লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলতা বজায় রেখে কার্ড গ্রহণ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলতার চেষ্টা যেন কেউ না করে সে জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এ ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে স্থানীয় পত্রিকাগুলোর প্রতি তিনি অনুরোধ জানানা।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সকাল প্রকার সহযোহিতার আশ্বাস প্রদান করেন।
স্মার্ট কার্ড বিতরণের সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের সভাপতি জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কাইছার মোহাম্মদ।
মেয়র মোহাম্মদ নজরুল ইসলামকে তাঁর স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হায়াত মো. রহমতুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment