প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
নতুন জার্সিতে টাইগাররা
মিরপুর শেরেবাংলা মাঠে নতুন জার্সি গায়ে অনুশীলনে টাইগাররা রোববার শেষ বেলায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাতিলের খবর প্রকাশের পর গতকাল মেলে এর আনুষ্ঠানিক সত্যতাও। এশিয়া কাপ সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। সকালে নতুন জার্সি গায়ে অনুশীলনে নামেন টাইগাররা। ক্রিকেটারদের নতুন প্র্যাক্টিস কিট বা জার্সিতে কোথাও রবির লোগো বা নাম লেখা নেই। ইতিমধ্যেই ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের ২৯ খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। পবিত্র হজব্রত পালনে সৌদি আরব থাকায় সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতি ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারেননি। সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করেন স্কোয়াডে থাকা ২৯ ক্রিকেটার। প্রস্তুতি ক্যাম্পে শুরুর চারদিন কেবল ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে শুরু হবে ব্যাটিং-বোলিংয়ের স্কিল ট্রেনিং। এ সময় দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস। সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
Comments
Post a Comment