বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
নতুন জার্সিতে টাইগাররা
মিরপুর শেরেবাংলা মাঠে নতুন জার্সি গায়ে অনুশীলনে টাইগাররা রোববার শেষ বেলায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাতিলের খবর প্রকাশের পর গতকাল মেলে এর আনুষ্ঠানিক সত্যতাও। এশিয়া কাপ সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। সকালে নতুন জার্সি গায়ে অনুশীলনে নামেন টাইগাররা। ক্রিকেটারদের নতুন প্র্যাক্টিস কিট বা জার্সিতে কোথাও রবির লোগো বা নাম লেখা নেই। ইতিমধ্যেই ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের ২৯ খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। পবিত্র হজব্রত পালনে সৌদি আরব থাকায় সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতি ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারেননি। সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করেন স্কোয়াডে থাকা ২৯ ক্রিকেটার। প্রস্তুতি ক্যাম্পে শুরুর চারদিন কেবল ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে শুরু হবে ব্যাটিং-বোলিংয়ের স্কিল ট্রেনিং। এ সময় দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস। সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
Comments
Post a Comment