বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
বাংলাদেশ দল ফিরেছে
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সফল একটা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল।
দলের সবাই অবশ্য একসঙ্গে ফেরেননি। নিউ ইয়র্কে দিন কয়েকের অবকাশ যাপনের জন্য রয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ড গেছেন সৌম্য সরকার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে মাহমুদউল্লাহ উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ অন্যরা আজ দেশে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজে টেস্টে সিরিজটা বাংলাদেশের কেটেছিল দুঃস্বপ্নের মতো। দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হয়েছিল হোয়াইটওয়াশ। তবে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। যেটি ৯ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এই ফরম্যাটের সিরিজটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। ৬ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি হারলেও ফ্লোরিডায় শেষ দুই ম্যাচ জেতে বাংলাদেশ দল।
https://www.facebook.com/Saima.Wazed.Putul.2013/videos/2107164532833991/
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সফল একটা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল।
দলের সবাই অবশ্য একসঙ্গে ফেরেননি। নিউ ইয়র্কে দিন কয়েকের অবকাশ যাপনের জন্য রয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ড গেছেন সৌম্য সরকার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে মাহমুদউল্লাহ উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ অন্যরা আজ দেশে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজে টেস্টে সিরিজটা বাংলাদেশের কেটেছিল দুঃস্বপ্নের মতো। দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হয়েছিল হোয়াইটওয়াশ। তবে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। যেটি ৯ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এই ফরম্যাটের সিরিজটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। ৬ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি হারলেও ফ্লোরিডায় শেষ দুই ম্যাচ জেতে বাংলাদেশ দল।
Comments
Post a Comment