বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ব্যক্তি উদ্ধার-অস্ত্রসহ অপহরণকারী আটক
চাঁপাইনবাবগঞ্জে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে যাত্রীবাহী বাস থেকে এক ব্যবসায়ীকে অপহরনের আধা ঘন্টার মাথায় অস্ত্রসহ অপহরনকারীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে এ অভিযান চালায় র্যাব সদস্যরা। বুধবার রাতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলা গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে বরজাহান আলী (৪৫)।
অপহরণকারী ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার মোঃ শাহিন আলীর ছেলে মোঃ আল মামুন (২০)।
উদ্ধারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলা গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে বরজাহান আলী (৪৫)।
অপহরণকারী ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার মোঃ শাহিন আলীর ছেলে মোঃ আল মামুন (২০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানা গেছে, কানসাট থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘরের নিকট বিকেল ৪টায় আসলে আল মামুনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল বাসের গতিরোধ করে অস্ত্রের মুখে ব্যবসায়ী বরজাহানকে অপহরণ করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে র্যাব-৫ এর একটি দল মহানন্দা সেতু সংলগ্ন রেহাইচর ব্যাংকপাড়া এলাকার জনৈক দেলু মোল্লার আমবাগানে অভিযান চালালে ১০/১২ জনের সন্ত্রাসী দল পালিয়ে গেলেও শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে আটক করতে সমর্থ হয় এবং তার দেহ তল্লাশী করে তার কোমরে থাকা ৩ রাউন্ড গুলি ভর্তি ১টি রিভলবার জব্দ করা হয়। সেই সাথে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে র্যাব সদস্যরা।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

Comments
Post a Comment