মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
ববির নতুন মিশন
চিত্রনায়িকা হিসেবে ববি এ যাবৎ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। সেসবের কয়েকটি দর্শক গ্রহণও করেছেন। ঢালিউডে বেশ চুপচাপ স্বভাবের এই মেয়েটি ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বেশ গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি। নিজের অভিনীত ছবির বাইরে প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন ববি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস থেকে করা প্রথম ছবির নাম ছিল ‘বিজলী’।
ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিটি মুক্তির পর অনেকেই তাকে বিজলীকন্যা বলেও ডেকে থাকেন। বিষয়গুলো খুব এনজয় করেন এই চিত্রনায়িকা। তবে এবারের ঈদে তার অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি বড় আকারে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা শেষ পর্যন্ত হয়নি। শুধু একটা মাত্র সিনেমা হলে ছবিটি এবার ঈদে মুক্তি পায়। তবে সামনে যে কোনো সপ্তাহে এটি বেশ বড় পরিসরে মুক্তি পাবে বলে জানা যায়। ববি অভিনীত এ ছবিতে তার বিপরীতে রোশান অভিনয় করেছেন। ববি বলেন, ঈদে শতাধিক হলে ‘বেপরোয়া’ ছবিটি মুক্তির কথা ছিল। হল বুকিংও চলছিল। কিন্তু ঈদের মাত্র দু’দিন আগে ছবিটি সেন্সর পায়। তাই মুক্তি নিয়ে কিছু জটিলতার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাড়াহুড়ো করে ছবিটি মুক্তি দিতে চাননি। বেশ বড় বাজেটের ভালো একটি ছবি এটি। তাই সামনে প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে যে কোনো সময় এটি মুক্তি পাবে। আশা করি, আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ছবিটি মুক্তি দেয়া হবে। ববি ছবিটি নিয়ে আরো বলেন, এটি একটি গল্পনির্ভর বাণিজ্যিক ছবি। এ অ্যাকশন, ভালো গান, ফ্যামিলি ড্রামা সবই রয়েছে। সামনে ববি ও শাকিব খান অভিনীত ‘নোলক’ নামে একটি ছবি মুক্তি পাবে। প্রথমে রাশেদ রাহা ছবির কাজ শুরু করলেও এ ছবিটি বর্তমানে পরিচালনা করছেন সাকিব সনেট। ববি ছবিটি নিয়ে বলেন, এ ছবির গান ও কিছু দৃশ্যের কাজ বাকি রয়েছে। খুব শিগগির তা শেষ হবে। এরপর আমি নতুন মিশনে নামবো। সে মিশন সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, ভারতের ‘রক্তমুখী নীলা’ ছবিতে আমি সামনে কাজ করব। সেপ্টেম্বরের শেষদিকে এর কাজ শুরু হবে। ভারতের বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হবে। ছবিতে আমার নায়ক হিসেবে থাকছেন সব্যসাচী মিশরা। বড় বাজেটের ছবি হবে এটি। বাংলা, হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করার কথা আছে। ছবিটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি।
Comments
Post a Comment