বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
ভাইরাল ব্লু হোয়েল, নীল তিমির তাড়া
1m alo 26/08/2018
ইন্টারনেট দুনিয়ার কিছু জিনিস ‘ভাইরাল’ হয় বা দ্রুত ছড়িয়ে পড়ে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ২০১৭ সালে ‘ব্লু হোয়েল’ গেম নিয়ে এমনই আলোড়ন সৃষ্টি হয়। ধাপে ধাপে প্ররোচিত করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার কথিত গেম এটি। গত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশে আলোচিত ছিল ব্লু হোয়েল গেম। এটি মূলত ব্লু হোয়েল বা নীল তিমি চ্যালেঞ্জ নামে ছড়িয়ে পড়ে। তবে গেম হিসেবে এটি বিনোদনের খোরাকের বদলে আতঙ্ক সৃষ্টি করে।
বলা হয়, এর ৫০টি ধাপ রয়েছে। একবার এই গেম খেললে বের হওয়া যায় না। সে ক্ষেত্রে তাদের চাপে রাখতে পরিবারকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এই গেমের বিভিন্ন ধাপে রয়েছে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ। যেমন: ব্লেড দিয়ে হাতে তিমির ছবি আঁকা, সারা গায়ে আঁচড় কেটে রক্তাক্ত করা, কখনো ভোরে উঠে একাকী ছাদের কার্নিশে ঘুরে বেড়ানো, রেললাইনে সময় কাটানো, ভয়ের সিনেমা দেখা ইত্যাদি। গত আগস্ট মাস থেকেই ওই গেম নিয়ে ভারতে আলোচনা হচ্ছিল। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, গেম খেলতে গিয়ে সেখানে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে। পরে অনুসন্ধানে দেখা যায়, সব কটি আত্মহত্যার পেছনে দায়ী ব্লু হোয়েল নামের একটি গেম। বাংলাদেশে গত অক্টোবর মাসের শুরুতে ঢাকার এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্লু হোয়েল আতঙ্ক ছড়ায়। রাজধানীর এক শিক্ষার্থী ৫ অক্টোবর নিজের শয়নঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। গুঞ্জন ওঠে, সে জীবনঘাতী গেম ব্লু হোয়েল খেলত। গণমাধ্যমে খবর প্রকাশ শুরু হলে ব্লু হোয়েল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়।
গত ১১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কথিত অনলাইন গেম ব্লু হোয়েলে আসক্ত হওয়ার খবর মেলে। চট্টগ্রাম জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে তাঁকে কাউন্সেলিং করা শুরু করে। এরপর তিনি গেমটি না খেলার জন্য মনস্থির করেন।
ব্লু হোয়েল নিয়ে আতঙ্ক থাকলেও এর অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি কেউ। দেশে ব্লু হোয়েলের ‘অস্তিত্ব’ আছে কি না, তা জানতে গত ৯ অক্টোবর বিটিআরসিকে নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঠিক এমন অবস্থায় একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়ে মানুষের মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নামে ছড়ানো বার্তাটিতে বলা হয়, ‘১৩ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা বাংলাদেশের সব অ্যান্ড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেওয়া হবে।’ তবে সেই ভুয়া বার্তা ছড়ানোর পর বিটিআরসি সচেতন হওয়ার পরামর্শ দেয়।

Comments
Post a Comment