বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
৮০ মিটার দুরে থাকা বিজিবি’র বিওপি ক্যাম্প বাঁচানোর চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহ থেকে চলা ভাঙ্গনের মুখে পড়েছে বিজিবি’র একটি বিওপি ক্যাম্প। মাত্র ৮০ মিটার দূরে থাকা এ বিজিবি ক্যাম্পটি শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টায় ফেলা হচ্ছে বালির বস্তা। এছাড়াও হুমকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস, হাটবাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩টি গ্রামের ৬’শ পরিবার।
ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেয়া এ কার্যক্রম আজ মঙ্গলবার পরিদর্শন করেন, বিজিবি’র উত্তর পশ্চিম জোনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, পদ্মা নদী থেকে চরবাগডাঙ্গা বিওপি মাত্র ৮০ মিটার দূরে থাকায়, সে কোন সময় ভাঙ্গনের কবলে পড়তে পারে। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা হয়েছে।
এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী ৪’শ মিটার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তা প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থায় ভূ-খন্ড রক্ষার্থে পদ্মার বামতীর অর্থাৎ গোয়ালাডুবি থেকে ২৬০০ মিটার এলাকায় নদী তীর সংরক্ষন কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২’শ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment