মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
৮০ মিটার দুরে থাকা বিজিবি’র বিওপি ক্যাম্প বাঁচানোর চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহ থেকে চলা ভাঙ্গনের মুখে পড়েছে বিজিবি’র একটি বিওপি ক্যাম্প। মাত্র ৮০ মিটার দূরে থাকা এ বিজিবি ক্যাম্পটি শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টায় ফেলা হচ্ছে বালির বস্তা। এছাড়াও হুমকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস, হাটবাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩টি গ্রামের ৬’শ পরিবার।
ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেয়া এ কার্যক্রম আজ মঙ্গলবার পরিদর্শন করেন, বিজিবি’র উত্তর পশ্চিম জোনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, পদ্মা নদী থেকে চরবাগডাঙ্গা বিওপি মাত্র ৮০ মিটার দূরে থাকায়, সে কোন সময় ভাঙ্গনের কবলে পড়তে পারে। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা হয়েছে।
এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী ৪’শ মিটার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তা প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থায় ভূ-খন্ড রক্ষার্থে পদ্মার বামতীর অর্থাৎ গোয়ালাডুবি থেকে ২৬০০ মিটার এলাকায় নদী তীর সংরক্ষন কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২’শ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment