প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
৬ বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৬০ বছরের বৃদ্ধ
শেরপুরের শ্রীবরদীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মমিন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। শুক্রবার দুপুরে ওই শিশু রাস্তায় খেলতে গেলে আব্দুল মমিন বিস্কুটের লোভ দেখিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে আব্দুল মমিন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে আব্দুল মমিনকে আটক করে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Comments
Post a Comment