রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
অন্য ভুবনে শ্রীদেবী
লিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৫৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়ায় শোক নেমে এসেছে বলিউড ও ভক্তদের মধ্যে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, মোহিত মারওয়াহর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন তিনি। সেখানেই সবাইকে ছেড়ে চলে যান ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।
শ্রীদেবীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেবর সঞ্জয় কাপুর বলেন, ‘হ্যাঁ, এটা সত্য যে শ্রীদেবী আর নেই। আমি দুবাই থেকে মাত্র ভারতে ফিরলাম। খবর শুনে আবার দুবাই ফেরত যাচ্ছি। শ্রীদেবীর মৃত্যু ঘটে শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।
শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ২৫-০২-১৮
লিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৫৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়ায় শোক নেমে এসেছে বলিউড ও ভক্তদের মধ্যে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, মোহিত মারওয়াহর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন তিনি। সেখানেই সবাইকে ছেড়ে চলে যান ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।
শ্রীদেবীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেবর সঞ্জয় কাপুর বলেন, ‘হ্যাঁ, এটা সত্য যে শ্রীদেবী আর নেই। আমি দুবাই থেকে মাত্র ভারতে ফিরলাম। খবর শুনে আবার দুবাই ফেরত যাচ্ছি। শ্রীদেবীর মৃত্যু ঘটে শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।
শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ২৫-০২-১৮

Comments
Post a Comment