প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
নেত্রকোনায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরন
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বৈধ মটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কুড়ি বিল্ডার্সের সহযোগীতায় মোক্তারপাড়াস্থ মগড়া সেতুর মোড়ে হেলমেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ সময় পৌর শহরে চলাচলকারী শতাধিক বৈধ মোটরসাইকেল চালকদের একটি করে হেলমেট বিতরন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, নেত্রকোনা কুড়ি বিল্ডার্সের চেয়ারম্যান আতাউর রহমান খানসহ বিল্ডার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment