বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
নেত্রকোনায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরন
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বৈধ মটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কুড়ি বিল্ডার্সের সহযোগীতায় মোক্তারপাড়াস্থ মগড়া সেতুর মোড়ে হেলমেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ সময় পৌর শহরে চলাচলকারী শতাধিক বৈধ মোটরসাইকেল চালকদের একটি করে হেলমেট বিতরন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, নেত্রকোনা কুড়ি বিল্ডার্সের চেয়ারম্যান আতাউর রহমান খানসহ বিল্ডার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment