বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
নেত্রকোনায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরন
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বৈধ মটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কুড়ি বিল্ডার্সের সহযোগীতায় মোক্তারপাড়াস্থ মগড়া সেতুর মোড়ে হেলমেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ সময় পৌর শহরে চলাচলকারী শতাধিক বৈধ মোটরসাইকেল চালকদের একটি করে হেলমেট বিতরন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, নেত্রকোনা কুড়ি বিল্ডার্সের চেয়ারম্যান আতাউর রহমান খানসহ বিল্ডার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment