বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
ইতিহাস গড়তে অ্যান্ডারসনের চাই এক উইকেট
লর্ডস টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতকে ১০৭ রানে গুটিয়ে দিতে ২০ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। লর্ডসে বাঁহাতি ইংলিশ পেসারের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে এখন ৯৯-এ।
আর এক উইকেট পেলেই টেস্ট ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে একক কোনো ভেন্যুতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন অ্যান্ডারসন।
স্পিনার ও পেসার মিলিয়ে একক কোনো ভেন্যুতে ১০০ বা এর বেশি উইকেট আছে শুধু একজনের- মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি উইকেটের সেঞ্চুরি করেছেন তিন ভেন্যুতে।
মুরালি সবচেয়ে বেশি ১৬৬ উইকেট নিয়েছেন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামে ১১৭টি ও গল আন্তর্জাতিক স্টেডিয়ামে পেয়েছেন ১১১ উইকেট।
গলে ৯৯ উইকেট আছে আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের। সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের প্রথমটি গলে খেলবে ইংল্যান্ড।
লর্ডসে নিজের ২৩তম টেস্টে কাল ষষ্ঠবার পাঁচ উইকেট পেলেন অ্যান্ডারসন। এই মাঠে তার চেয়ে বেশিবার পাঁচ উইকেট আছে শুধু একজনের- ইয়ান বোথাম (আটবার)।
Comments
Post a Comment