মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
ইতিহাস গড়তে অ্যান্ডারসনের চাই এক উইকেট
লর্ডস টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতকে ১০৭ রানে গুটিয়ে দিতে ২০ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। লর্ডসে বাঁহাতি ইংলিশ পেসারের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে এখন ৯৯-এ।
আর এক উইকেট পেলেই টেস্ট ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে একক কোনো ভেন্যুতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন অ্যান্ডারসন।
স্পিনার ও পেসার মিলিয়ে একক কোনো ভেন্যুতে ১০০ বা এর বেশি উইকেট আছে শুধু একজনের- মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি উইকেটের সেঞ্চুরি করেছেন তিন ভেন্যুতে।
মুরালি সবচেয়ে বেশি ১৬৬ উইকেট নিয়েছেন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামে ১১৭টি ও গল আন্তর্জাতিক স্টেডিয়ামে পেয়েছেন ১১১ উইকেট।
গলে ৯৯ উইকেট আছে আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের। সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের প্রথমটি গলে খেলবে ইংল্যান্ড।
লর্ডসে নিজের ২৩তম টেস্টে কাল ষষ্ঠবার পাঁচ উইকেট পেলেন অ্যান্ডারসন। এই মাঠে তার চেয়ে বেশিবার পাঁচ উইকেট আছে শুধু একজনের- ইয়ান বোথাম (আটবার)।
Comments
Post a Comment