ধেয়ে আসছে গ্রহাণু, ধ্বংস হবে পৃথিবী, অশনি ইঙ্গিত দিল নাসা ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু। ফলে নতুন করে চিন্তার কথা শোনা গেল নাসার বিজ্ঞানীদের মুখে। নাসার পক্ষ থেকে বলা হয়েছে একটি বিরাট আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে এটি আকারে অতি বড়। এই গ্রহাণুটি ৩৭০ ফুট চওড়া। এর নাম ২০২৩ কেইউ। এটি পৃথিবীর দিকে প্রতি ঘন্টায় ৬৪ হাজার কিলোমিটার বেগে ছুটে আসছে। এককথায় বলতে হলে এই গ্রহাণুটির আকার প্রায় একটি ৩৫ তলা বাড়ির সমান। এটি অতি ঝড়ের বেগে শুক্রবার পৃথিবীর ধার দিয়ে চলে যাবে। যে গতিতে এটি পৃথিবীর ধার দিয়ে যাবে তাতে বেশ খানিকটা হলেও চিন্তায় পড়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন যদি শেষবেলায় গতি বাড়িয়ে বা নিজের কক্ষপথ পরিবর্তন করে যদি এটি পৃথিবীতে আঘাত করে তাহলে সেটি হবে অতি ভয়ঙ্কর। শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিল রাত ৯ টা বেজে ৫ মিনিটে পৃথিবীর ধার দিয়ে চলে যাবে এই বিরাট আকারের গ্রহাণুটি। পৃথিবী থেকে ১ মিলিয়ন দূর থেকে চলে যাবে এই গ্রহাণুটি। তবে যে গতিতে এটি যাবে সেখানে কিছুটা হলেও পৃথিবীর অভিকর্ষ বলের এর প্রভাব থাকবে বলেই মনে করছে নাসার বিজ্ঞানীরা। ...
৮ জিবি র্যামের ফোনে পাঁচ ক্যামেরা
এই প্রথম পাঁচ ক্যামেরার ফোন আনছে এলজি। মডেল এলজি ভি ফোর্টি থিঙ্ক। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এলজি ভি ফোর্টি থিঙ্কের ফার্স্ট লুক প্রকাশ হয়। নচ ডিসপ্লে ডিজাইনের এই ফোন গ্লাস ডিজাইনে তৈরি। এর স্লিম বেজেল এবং পি-ওলিড ডিসপ্লে একে অনন্যতা দিয়েছে। এর রিয়ারে আছে তিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দুটি। রিয়ারে রয়েছে ২০,১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ১৪৪০x৩১২০ পিক্সেল। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৬ জিবি র্যামের সঙ্গে আছে ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটি পাওয়া যাবে ২৫৬ জিবি রমে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ব্যাকআপের জন্য এলজির নতুন ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি বাজারে আসলে এর দাম হবে ৮৩৩ ডলার।
৮ জিবি র্যামের ফোনে পাঁচ ক্যামেরা
ReplyDelete